প্রশ্নঃ সরকারের সর্বাধুনিক শ্রেণিবিভাগ উল্লেখ কর।

অথবা, সরকারের সর্বাধুনিক প্রকারভেদ আলােচনা কর।

অথবা, সরকারের সর্বাধুনিক শ্রেণিবিন্যাস কর।

ভূমিকাঃ সরকারের সর্বাধুনিক শ্রেণিবিভাগ বলতে অধ্যাপক অ্যালন আর বল ( Alan R. Ball) কর্তৃক প্রণীত শ্রেণিবিভাগকে বুঝানাে হয়ে থাকে। বর্তমান শতাব্দীতে বাস্তববাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ সরকারের গতানুগতিক ও আধুনিক শ্রেণিবিভাগের সংমিশ্রণে এক নতুন সরকার ব্যবস্থা বা নতুন শ্রেণিবিভাগ করেছেন। একে তারা সরকারের শ্রেণিবিভাগের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা হিসাবে অভিহিত করেছেন।

সরকারের সর্বাধুনিক শ্রেণিবিভাগঃ নিম্নে Alan R. Ball কর্তৃক প্রণীত সরকারের সর্বাধুনিক শ্রেণিবিভাগ আলােচনা করা হলাে-

১. উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাঃ উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা হলাে এক বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা যার মধ্যে উদারনৈতিক দর্শন, চিন্তা ও ভাবধারা প্রতিপন্ন হয়। এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় কিংবা রাষ্ট্রপতি শাসিত সরকার এ সরকারের রূপ হতে পারে।

২. সর্বাত্মকবাদী ব্যবস্থাঃ সর্বাত্মকবাদী ব্যবস্থা বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে সরকারের ব্যাপক ও কঠোর নিয়ন্ত্রণকে বুঝায়। এ সরকার ব্যবস্থার রূপ হতে পারে আদর্শবাদী কিংবা আদর্শহীন অথবা সাম্যবাদী কিংবা ফ্যাসিবাদী।

৩. স্বৈরতান্ত্রিক ব্যবস্থাঃ স্বৈরতান্ত্রিক রাজনৈতিক বলতে কোন বিশেষ গােষ্ঠী বা সংঘের একচেটিয়া আধিপত্যকে বুঝায়। একনায়কতান্ত্রিক বা সামরিক ও বেসামরিক সরকারও এ ব্যবস্থার উদাহরণ হতে পারে।

নিম্নে ছকের সাহায্যে সর্বাধুনিক সরকারের শ্রেণিবিভাগ উল্লেখ করা হলাে-

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন বিষয়কে ভিত্তি করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন। এর মধ্যে সরকারের সর্বাধুনিক শ্রেণিবিভাগ করেছেন অ্যাল্যান আর বল। Prof. Alan R. Ball এর সরকারের সর্বাধুনিক শ্রেণিবিভাগটি সর্বাপেক্ষা বাস্তবসম্মত বলে মনে করা হয়। যদিও এটি সমালােচনার ঊর্ধ্বে নয়।