NO₂ জারন ধর্মঃ NO₂ কপার, লোহিত তপ্ত লোহা ইত্যাদিকে জারিত করে তাদের অক্সাইডে রূপান্তর করে। 

4Cu + 2NO₂ —–> 4CuO + N₂

8Fe + 6NO₂ —–> 4Fe₂O₃ + 3N₂

NO₂ বিজারণ ধর্মঃ NO₂ গ্যাস অম্লীয় KMnO₄ দ্রবণকে বিজারিত করে KMnO₄ এর গোলাপি বর্ণকে বিবর্ণ করে। 

2KMnO₄ + 3H₂SO₄ + 10 NO₂ —-> K₂SO₄ +2MnSO₄ + 10HNO₃ +3H₂O.