ঢালাই লোহা বা কাস্ট আয়রন হচ্ছে যে লোহাতে 2% – 5% কার্বন উপস্থিত থাকে তাকে ঢালাই লোহা বলে।
এর গলনাংক 1200 ডিগ্রী সেলসিয়াস। এটি অনমনীয় এবং ভঙ্গুর । একে পান দেওয়া যায় না। এছাড়াও ঢালাই লোহাকে স্থায়ী চুম্বুকীকরণ করা যায় না।
ব্যবহারঃ
১. ইস্পাত ও পেটা লোহা তৈরি করতে ব্যবহার করা হয়।
২. ঢালাই কারখানায় ব্যবহার করা হয়।
Leave a comment