ফেরাস লবণ হতে ফেরিক লবণের রূপান্তরঃ
১. লঘু সালফিউরিক এসিড মিশ্রিত ফেরাস সালফেটকে গাঢ় নাইট্রিক এসিড দ্বারা জারণের ফলে ফেরিক সালফেট উৎপন্ন হয়।
6FeSO₄ + 3H₂SO₄ +2HNO₃—–> 3Fe₂(SO₄)₃ + 2NO+4H₂O
২. ফেরাস ক্লোরাইড লবণকে ক্লোরিন দ্বারা জারিত করলে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়।
2FeCl₂ + Cl₂ —-> 2FeCl₃
৩. ফেরাস লবণের দ্রবণে লঘু সালফিউরিক এসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO₄) দ্বারা জারণের ফলে ফেরিক সালফেট [Fe₂(SO₄)₃], পটাশিয়াম সালফেট (K₂SO₄), ম্যাঙ্গানাস সালফেট (MnSO₄) ও পানি উৎপন্ন হয়।
10FeSO₄+2KMnO₄+8H₂SO₄—>
5Fe₂(SO₄)₃ +K₂SO₄+2MnSO₄+ 8H₂O
ফেরিক লবণকে ফেরাস লবণে রূপান্তরঃ
১. FeCl₃ হাইড্রোজেন সালফাইড (H₂S) দ্বারা বিজারিত করলে ফেরাস ক্লোরাইড পাওয়া যায়।
2FeCl₃ + H₂S —–> 2FeCl₂+ S + 2HCl
২. ফেরিক ক্লোরাইড দ্রবণে জিংক ও হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে জিংক ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা ফেরিক ক্লোরাইড বিজারিত হয় ফেরাস ক্লোরাইড উৎপন্ন করে।
FeCl₃+ [H] ——> FeCl₂ + HCl
৩. ফেরিক ক্লোরাইড দ্রবণে সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলে সালফার ডাই অক্সাইড দ্বারা ফেরিক ক্লোরাইড বিজারিত হয় ফেরাস ক্লোরাইড এ পরিণত হয়।
2FeCl₃+ SO₂ +2H₂O —-> 2FeCl₂ 2HCl + H₂SO₄
Leave a comment