সিলিকন ডাই অক্সাইড (SiO₂) একটি অধাতব অক্সাইড হওয়ায় এটি অম্লীয় অক্সাইড হয়। 

কাঁচ শিল্পে সিলিকা অধিক ব্যবহার করা হয়। এছাড়া ধাতু নিষ্কাশনে, বিগালক রূপে, পোর্সেলিন, সিলিকা ইট এবং সিলিকন কার্বাইড প্রস্তুত করতে সিলিকন ডাই অক্সাইড ব্যবহার করা হয়।