জটিল যৌগ গঠনের সময় অবস্থান্তর ধাতু বা আয়ন নিঃসঙ্গ ইলেকট্রনযুক্ত অপর কোন পরমাণু বা আয়ন বা অণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রদানকারী পরমাণু বা আয়ন বা যৌগকে দাতা বা লিগ্যান্ড বলে। 

যেমনঃ NH₃ ; OH- ; CN- ; H₂O ইত্যাদি।