যে সমস্ত লিগ্যান্ড তার অণুস্হিত বিভিন্ন পরমাণুর একাধিক ইলেকট্রন যুগল সরবরাহ করে কেন্দ্রীয় পরমাণুর সাথে একাধিক সন্নিবেশ বন্ধন গঠন করে তাদেরকে কিলেটস যৌগ বা চিলেট যৌগ বলে। 

যেমনঃ ইথিলিন ডাই অ্যামিন 

(NH₂-CH₂-CH₂-NH₂) ;

EDTA ইত্যাদি।