নিকেল (II) লবণ যেমন- নিকেল ক্লোরাইড দ্রবণে NH₄OH যোগ করলে প্রথমে নিকেল হাইড্রোক্সাইড এর সবুজ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়। পরে অতিরিক্ত NH₄OH যোগ করলে টেট্রাঅ্যামিমন নিকেল ক্লোরাইডের দ্রবণ উৎপন্ন হয়।

NiCl₂ +2NH₄OH —-> Ni(OH)₂ +2NH₄Cl

Ni(OH)₂ +6NH₄OH —–> [Ni(NH₃)₆](OH)₂ + 6H₂O

[Ni(NH₃)₆](OH)₂ + 2NH₄Cl —-> 

[Ni(NH₃)₆]Cl₂ + 2NH₄OH