হাইড্রোজেন কি দাহ্য?

যে সকল পদার্থ আগুন বা তাপের সংস্পর্শে জ্বলে ওঠে অর্থাৎ আগুন ধরে যায় তাদেরকে দাহ্য পদার্থ বলে। 

হাইড্রোজেন একটি দাহ্য পদার্থ। কারণ এটি অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। তবে হাইড্রোজেন নিজে জ্বলে, কিন্তু অপরকে জ্বালাতে সাহায্য করে না।