পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি
মূলনীতিঃ পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড ও চুন / ক্যালসিয়াম অক্সাইড/ কুইকলাইম (CaO) অথবা কলিচুন/ স্ল্যাকেড লাইম/ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের {Ca(OH)₂} মিশ্রনকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া (NH₃) গ্যাস উৎপন্ন হয়।
বিক্রিয়াঃ
2NH₄Cl + CaO —-> 2NH₃ + CaCl₂ + H₂O
2NH₄Cl + Ca(OH)₂ —-> 2NH₃ + CaCl₂ + 2H₂O
বর্ণনাঃ একটি টেস্টটিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড ও এর দ্বিগুণ পরিমাণ শুষ্ক কলিচুন বা চুন নেওয়া হয়। এরপর টেসটিউবের মুখে কর্কের সাহায্যে একটি নির্গম নল যুক্ত করে টেস্টটিউবটিকে স্ট্যান্ডের সাথে আটকানো হয়। এবার টেস্টটিউবটিকে ধীরেধীরে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস শ্বাসরোধী ও বায়ুর থেকে হালকা হওয়ায় পানির নিম্নমুখী অপসারন দ্বারা গ্যাসজারে সংগ্রহ করা হয়।
পরীক্ষাগারে অ্যামোনিয়া (NH₃) গ্যাস প্রস্তুতির জন্য সাধারণত অ্যামোনিয়াম লবণ এবং শক্তিশালী ক্ষার ব্যবহার করা হয়। একটি প্রচলিত পদ্ধতি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl) এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)₂] এর বিক্রিয়া।
প্রয়োজনীয় উপকরণ
- অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl)
- ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)₂]
- ড্রাইং টিউব (শুকানোর জন্য)
- গ্যাস বর্ণালী সংযোগ ব্যবস্থা
- ফ্লাস্ক এবং ডেলিভারি টিউব
রাসায়নিক বিক্রিয়া
প্রস্তুতির ধাপ
- প্রতিক্রিয়া মিশ্রণ প্রস্তুতি:
একটি ফ্লাস্কে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ নিন। - তাপ প্রয়োগ:
মিশ্রণটি আলতো করে গরম করুন। তাপের কারণে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করবে। - গ্যাস সংগ্রহ:
নির্গত অ্যামোনিয়া গ্যাসকে ডেলিভারি টিউবের মাধ্যমে একটি শুকানোর টিউবে (CaO দিয়ে ভরা) প্রেরণ করুন, যাতে এটি শুকিয়ে যায়। - গ্যাস সঞ্চয়:
শুকানো অ্যামোনিয়া গ্যাসকে উল্টো রাখা একটি শুষ্ক পাত্রে সংগ্রহ করুন। এটি পানি বা বাতাসে দ্রবণীয় হওয়ার কারণে পাত্র শুষ্ক রাখা জরুরি।
সতর্কতা
- অ্যামোনিয়া গ্যাস তীব্র গন্ধযুক্ত এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে। কাজের সময় পর্যাপ্ত বায়ুচলাচল নিশ্চিত করতে হবে।
- গ্যাস সংগ্রহের সময় পাত্রে পানি থাকা যাবে না কারণ অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়।
- প্রতিক্রিয়ার সময় গরমের পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে হবে।
বৈশিষ্ট্য পরীক্ষণ
অ্যামোনিয়া গ্যাস ক্ষারীয় প্রকৃতির। একটি ভিজে লিটমাস পেপার গ্যাসের সংস্পর্শে নিলে তা লাল থেকে নীল হয়ে যায়।
Leave a comment