অ্যামোনিয়ার বিজারণ ধর্ম।
অ্যামোনিয়ার বিজারণ ধর্ম নিম্নরূপ-
# অ্যামোনিয়া ক্লোরিনকে বিজারিত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। সেইসাথে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে।
2NH₃(g) + 3Cl₂(g) —-> 6HCl(g) + N₂(g)
# আবার অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে ধাতব কপার উৎপন্ন করে।
3CuO(s) + 2NH₃(g) —–> 3Cu(s) +N₂(g) +3H₂O(g)
কাজেই অ্যামোনিয়া একটি বিজারক।
Leave a comment