রসায়নের বিভিন্ন ক্ষেত্রে ফ্যারাডের সূত্রের গুরুত্ব অপরিসীম। ফ্যারাডের সূত্রের গুরুত্ব নিম্নরূপঃ
১. ফ্যারাডে সূত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত করতে কি পরিমান বিদ্যুৎ প্রয়োজন তা নির্ণয় করা যায়।
২. ফ্যারাডের সূত্রের সাহায্যে কোন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করা যায়।
৩. ফ্যারাডের সূত্র ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহের মাধ্যমে কতটুকু পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হবে তা নির্ণয় করা যায়।
৪. ফ্যারাডে সূত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণের সময় নির্ণয় করা যায়।
৫. ফ্যারাডের সূত্রের দ্বারা বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থগুলোর নিজ নিজ যোজনী নির্ণয় করা যায়।
Leave a comment