কাঁচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড সংরক্ষণ করা যায় না। কারণ কাঁচের  মূল উপাদান সিলিকা। যা কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। এজন্য কাঁচ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংরক্ষণ করা যায় না।

গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের মধ্যস্থ সিলিকা উপাদান সহ বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট (Na₂SiO₃) উৎপন্ন করে। ফলে কাঁচ অমসৃণ হয়।

2NaOH + SiO₂ —–> Na₂SiO₃ +H₂O