রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতি গুলির মধ্যে সেমি মাইক্রো পদ্ধতিতে অল্প পরিমাণে নমুনা ব্যবহার করা হয়।
সাধারণত 0.05g – 0.2g কঠিন নমুনা এবং 2ml – 4ml তরল নমুনা ব্যবহার করা হয়।
সেমি মাইক্রো পদ্ধতিতে তরল নমুনা স্থানান্তরের কাজে দুই ধরনের ড্রপার ব্যবহার করা হয়।
১. 3ml আয়তনের ক্যাপিলারি ড্রপার। এটি সেন্ট্রিফিউজ টিউবে ব্যবহার করা হয়।
২. 30ml – 60ml আয়তনের রিয়েজেন্ট ড্রপার। এটি রিয়েজেন্ট বোতলে ব্যবহার করা হয়।
Leave a comment