গোলাকার ছোট গলা যুক্ত কাঁচ পাত্রকে গোলতলী ফ্লাস্ক বলে।

সাধারণত কোন বিক্রিয়াকে অধিক সময় ধরে তাপ দেওয়ার জন্য গোলতলী ফ্লাস্ক ব্যবহার করা হয়।গোলতলী ফ্লাস্ক শক্ত এবং বোরো সিলিকেট কাঁচ দ্বারা তৈরি।

তাপ দেওয়ার সময় গোলতলী ফ্লাস্ককে একটি স্ট্যান্ডের সাহায্যে ভালো করে আটকে রাখতে হবে।