ব্রোমাইড লবণ (যেমন-সোডিয়াম ব্রোমাইড ) এর দ্রবণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করলে হালকা হলুদ বর্ণের সিলভার ব্রোমাইডের অধঃক্ষেপ পড়ে।
এই অধঃক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে ডাই অ্যামিন সিলভার ব্রোমাইডের দ্রবণ উৎপন্ন করে।
এই পরীক্ষা দ্বারা ব্রোমাইড আয়ন সনাক্ত করা যায়।
NaBr(aq) + AgNO₃(aq) ——> AgBr(s) + NaNO₃ (aq)
AgBr(s) + 2NH₄OH(aq) —–> [Ag(NH₃)₂]Br(aq) + H₂O
Leave a comment