পানি ও বায়ুর হাত থেকে লোহাকে রক্ষা করতে পারলে লোহায় মরিচা ধরে না। 

নানাভাবে মরিচা প্রতিরোধ করা যায়ঃ

১. লোহার উপর রং ও বার্নিশের প্রলেপ দিয়ে। 

২. লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের পাতলা প্রলেপ দিয়ে। লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের প্রলেপ পড়ে।

৩. লোহার উপর গ্যালভানাইজিং করে। গ্যালভানাইজিং অর্থ লোহার উপর জিংকের প্রলেপ দেওয়া।

৪. টিন প্লেটিং করা। অর্থাৎ লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে টিনের প্রলেপ দেওয়া।

৫. লোহার উপর ইলেকট্রোপ্লেটিং করা। অর্থাৎ লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে Ni,Cr ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া।

৬. লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা।