সালফার ডাই অক্সাইডের জারণ ধর্মের প্রমাণঃ
১. HI এসিডের জলীয় দ্রবণকে সালফার ডাই অক্সাইড (SO₂) দ্বারা জারিত করলে আয়োডিন (I₂) উৎপন্ন হয়। সেই সাথে সালফার ডাই অক্সাইড বিজারিত হয় হলুদ বর্ণের সালফার গুড়া (S) তৈরি করে।
SO₂ + ₄HI —-> 2H₂O + 2I₂ + S
২. হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে পানি ও হলুদ বর্ণের সালফার গুড়ায় পরিণত হয়। সেই সাথে সালফার ডাই অক্সাইড বিজারিত হয়ে সালফার গুড়া উৎপন্ন করে।
2H₂S + SO₂ —–> 2H₂O + 3S
Leave a comment