450ºC – 550ºC তাপমাত্রায়, 2 atm চাপে ও V₂O₅ প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড (SO₂) গ্যাস অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইডের (SO₃) সাদা ধোঁয়া উৎপন্ন হয়। একে শীতল করলে সূচালো কেলাস রূপে সালফার ট্রাই অক্সাইড শীতকে জমা হয়। একে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) দ্বারা শুষ্ক করা হয়।
2SO₂(g)+O₂(g) <—–> 2SO₂(g)
Leave a comment