সালফার ট্রাই অক্সাইড (SO₃) ক্ষারের সাথে বিক্রিয়া করে সালফেট লবণ ও পানি উৎপন্ন করে।
যেমনঃ সালফার ট্রাই অক্সাইড গ্যাসকে পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH) দ্রবণের মধ্যে চালনা করলে পটাশিয়াম সালফেট (K₂SO₄) লবণ ও পানি উৎপন্ন হয়।
2KOH(aq) + SO₃(g) —–> K₂SO₄(aq) + H₂O(l)
Leave a comment