ক্রোমিয়াম ধাতুকে ক্লোরিন প্রবাহে উত্তপ্ত করে, অথবা ক্রমিক অক্সাইড (Cr₂O₃) কার্বন গুড়া ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ কে উত্তপ্ত করলে ক্রমিক ক্লোরাইড (CrCl₃) উৎপন্ন হয়।
2Cr + 3Cl₂ —–> 2CrCl₃
Cr₂O₃ +3C + 3Cl₂ —–> 2CrCl₃ + 3CO
অথবা, পটাশিয়াম ডাইক্রোমেটকে গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের সাথে উত্তপ্ত করলে ক্রমিক ক্লোরাইড অধঃক্ষিপ্ত হয়।
K₂Cr₂O₇ +14HCl —–> 2CrCl₃ + 2KCl + 7H₂O + 3Cl₂
Leave a comment