স্থিরানুপাত সূত্র : উৎস বা প্রস্তুত প্রণালি যাই হোক না কেন, একই যৌগে একই মৌলসমূহ তাদের ভরের একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে।
ভরের নিত্যতা সূত্র : যে কোন রাসায়নিক পরিবর্তন বা বিক্রয়ার পূর্বে বর্তমান পদার্থসমূহের মোট ভর, রাসায়নিক পরিবর্তন বা বিক্রয়া শেষে উৎপন্ন পদার্থসমূহের মোট ভরের সমান থাকে।
Leave a comment