রাসায়নিক সংযোগ সূত্রগুলো হলঃ 

১. ভরের নিত্যতা সূত্র। 

২. স্থিরানুপাত সূত্র। 

৩. গুণানুপাত সূত্র।

৪. বিপরীত অনুপাত সূত্র।

৫. গ্যাস আয়তন সূত্র।

রাসায়নিক সংযোগ সূত্রগুলোর প্রথম চারটি ভর অনুপাত মৌলের সংযোগের নিয়ম প্রকাশ করে এবং পঞ্চম সূত্রটি গ্যাসের ক্ষেত্রে আয়তন অনুপাত সংযোগের নিয়ম প্রকাশ করে।