সকল রাসায়নিক বিক্রিয়ায় শক্তির শোষণ বা উদগীরণ ঘটে। এইসব বিক্রিয়ার ক্ষেত্রে ভরের হ্রাস-বৃদ্ধি ঘটে।
কাজেই সঠিকভাবে বললে, সকল বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র নির্ভুল বা যথার্থ নয়।
তবে ভরের নিত্যতার সাথে শক্তির নিত্যতার একটি সূত্র আছে।
সেখানে বলা হয়েছে, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু রূপান্তর সম্ভব।
কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ভর ও শক্তি আন্তঃ রূপান্তরযোগ্য।
অর্থাৎ ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায়।
সূত্রটি হচ্ছে- E = mc²
যেখানে, E = শক্তি, c = আলোর বেগ এবং m= ভর।
এই সূত্র আবিষ্কারের ফলে দুটি নিত্যতা সূত্রের কোন যৌক্তিকতা থাকেনা। তাই সূত্র দুটিকে একত্রিত করে ভর ও শক্তির নিত্যতা সূত্র করা হয়েছে।
অবশ্য সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের শক্তিতে রূপান্তরের ঘটনা সাধারণ পরীক্ষাগারে লক্ষ্য করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য।
তবে নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে ভর শক্তিতে রূপান্তরিত হয়।
সেজন্য এইসব বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য নয়।
Leave a comment