বার্জেলিয়াসের প্রকল্পটি হচ্ছে, একই তাপমাত্রা এবং চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের পরমাণু সংখ্যা সমান।
বার্জেলিয়াসের প্রকল্পটি ডাল্টনের পরমাণুবাদের পরিপন্থী।
একটি বিক্রিয়া লক্ষ্য করি-
H₂ + Cl₂ ——> 2HCl
বিক্রিয়াটিতে এক আয়তন হাইড্রোজেন গ্যাস, এক আয়তন ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে দুই আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে।
ধরি, প্রতি একক আয়তনে n সংখ্যক পরমাণু আছে।
সুতরাং n সংখ্যক হাইড্রোজেন পরমাণু, n সংখ্যক সংখ্যক ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়া করে 2n সংখ্যক পরমাণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে।
অন্যভাবে বলা যায়, 1/2 পরমাণু হাইড্রোজেন, 1/2 পরমাণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 1 পরমাণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে।
অর্থাৎ এক পরমাণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করতে 1/2 পরমাণু হাইড্রোজেন, 1/2 পরমাণু ক্লোরিনের বিক্রিয়া করতে হয়।
কিন্তু ডাল্টনের পরমাণুবাদে বলা হয়েছে পরমাণুসমূহ অবিভাজ্য কণা।
তাহলে, উপরোক্ত বিক্রিয়াটি বার্জেলিয়াসের প্রস্তাবিত প্রকল্পের সাথে ডাল্টনের পরমাণুবাদের পরিপন্থী হয়।
সুতরাং বলা যায়, বার্জেলিয়াসের প্রকল্পটি সঠিক নয়।
Leave a comment