গোলতলী ফ্লাস্কঃ যে ফ্লাক্সের তলা গোলাকার এবং লম্বা গলা যুক্ত তাকে গোলতলী ফ্লাস্ক বলা হয়।
গোলতলী ফ্লাস্ক বিভিন্ন প্রমাণ দ্রবণ তৈরির কাজে এবং কোন গাঢ় দ্রবণকে লঘু করার কাজে ব্যবহার করা হয়।
গোলতলী ফ্লাস্ক নির্দিষ্ট আয়তনের হয়ে থাকে। যেমনঃ 100ml, 250ml, 500ml, 1000ml.
Leave a comment