ইলেক্ট্রোলাইটঃ যে সব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং সেই সাথে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে ইলেক্ট্রোলাইট বলা হয়। 

তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোষে বিভিন্ন লবণের বা এসিড-ক্ষারের দ্রবণ ইলেক্ট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়।