তড়িৎদ্বারঃ  একটি পাত্রে বিগলিত অথবা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুটি তড়িৎ পরিবাহী দন্ড প্রবেশ করিয়ে দন্ড দুটিকে ব্যাটারির সাথে যুক্ত করে কোষ বিক্রিয়া ঘটানো হয়। এই ধাতব দণ্ড দুটিকে তড়িৎদ্বার বলে।