জারণ ও বিজারণ বিক্রিয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. জারন বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে। 

কিন্তু, বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে।

২. জারণ বিক্রিয়ায় মৌলের জারণ মান বিক্রিয়ক থেকে উৎপাদে বৃদ্ধি পায়। 

কিন্তু, বিজারণ বিক্রিয়ায় মৌলের জারণ মান বিক্রয়ক থেকে উৎপাদে হ্রাস পায়।  

৩. জারণ বিক্রিয়ায় বিজারক সমূহ জারিত হয়। 

কিন্তু, বিজারণ বিক্রিয়ায় জারক বিজারিত হয়।