বিজ্ঞানের সকল শাখার সাথে রসায়নের সম্পর্ক বিদ্যমান। জীব বিজ্ঞানে সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ায় যে বিক্রিয়া ঘটে তা রসায়নের সঙ্গে সম্পর্কযুক্ত। দেহের কোষ, ডিএনএ, আরএনএ গঠন রসায়ন সম্পর্কিত। চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় ও নিরাময় রসায়ন যুক্ত। সকল বস্তু অনু পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই  বস্তু নিয়ে পদার্থবিজ্ঞান কাজ করে। তাছাড়া কম্পিউটারের মেমোরি তৈরিতে সেমিকন্ডাকটর হিসেবে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি ব্যবহার করা হয় যা রসায়নের সঙ্গে সম্পর্কিত। অনু-পরমানু, পদার্থের পরিমাণ সম্পর্কিত বিভিন্ন হিসাব-নিকাশ গণিতের সাথে সম্পর্কিত। অর্থাৎ  বিজ্ঞানের সকল শাখার সঙ্গে রসায়নের সম্পর্ক রয়েছে। 

এ কারণে রসায়নকে কেন্দ্রীয় বিজ্ঞান বলা হয়।