বিভিন্ন হিসাব-নিকাশ সূত্র প্রদান আমরা গণিতের মাধ্যমে করে থাকি। গণিতের উপর রসায়নের নির্ভরশীলতা অনেক। রসায়ন বিজ্ঞানের সূত্র প্রদান, অণু -পরমাণুর সংখ্যা হিসাব নিকাশ, বিভিন্ন বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণের হিসাব এসব কিছুই গণিতের মাধ্যমে করা হয়।
রসায়নের বিভিন্ন লেখচিত্র, জ্যামিতিক হিসাব নিকাশ এগুলো গণিতের অংশ। তাছাড়া কোয়ান্টাম মেকানিক্স যা মূলত গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা হয়।
এজন্য বলা যায় রসায়নবিজ্ঞানের সঙ্গে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে।
Leave a comment