পর্যায় বের করার নিয়ম ঃ
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই ঐ মৌলের পর্যায় নম্বর হবে।
যেমন – Li এর ইলেকট্রন বিন্যাস
গ্রুপ বের করার নিয়ম ঃ
নিয়ম -১ ঃ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে শুধু S – অরবিটাল থাকে তবে ঐ
S – অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের গ্রুপ হবে।
যেমন – Be এর ইলেকট্রন বিন্যাস Be (4) —> 1s² 2s².
নিয়ম – ২ ঃ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে শুধু S ও P – অরবিটাল থাকে তবে ঐ
S ও P – অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা ঐ মৌলের গ্রুপ হবে।
যেমন – N এর ইলেকট্রন বিন্যাস
N (7) —- > 1s² 2s² 2p³
N এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন S ও P অরবিটালে প্রবেশ করেছে, এবং S ও P অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 5.
এখন 5 এর সাথে 10 যোগ করলে যোগফল 15 হয়।
তাই N এর গ্রুপ হবে 15.
নিয়ম – ৩ ঃ
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি S অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি d – অরবিটাল থাকে তকে তবে S ও d -অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ঐ মৌলের গ্রুপ পাওয়া যাবে।
যেমন – Fe এর ইলেকট্রন বিন্যাস
Fe (26)—> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s² 3d⁶
Fe এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে S – অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে d – অরবিটাল আছে।
এখানে S -অরবিটাল এবং
d-অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা 8.
তাই Fe এর গ্রুপ হবে 8.
Leave a comment