বাড়ির আশেপাশে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় বা টয়লেটের কমোড, ঘরের মেঝে ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। ব্লিচিং পাউডার কে যখন ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় ছিটিয়ে দেওয়া হয় বা টয়লেটের কমোড, বেসিনে দেওয়ার পর পানি যো়গ করা হয়, তখন ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস এসিড (HOCl) এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। পরবর্তীতে হাইপোক্লোরাস এসিড ভেঙ্গে গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করে যা জীবনুকে ধ্বংস করে।
Ca(OCl)Cl+H₂O ——> CaCl₂+ HOCl
HOCl ———> HCl + [ O ]
এছাড়া এ জায়মান অক্সিজেন রঙ্গিন পদার্থকে বর্ণহীন করতে পারে ।
[O] + রঙিন পদার্থ ——–> বর্ণহীন পদার্থ।
Leave a comment