কার্বন ডাই -অক্সাইড গ্যাসের ধর্ম।
কার্বন ডাই- অক্সাইড গ্যাসের মধ্যে জ্বলন্ত কাঠি ধরা হলে তা নিভে যায়। অর্থাৎ কার্বন-ডাই-অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। একটি টেস্টটিউবে চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তার মধ্যে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস প্রবেশ করালে, প্রথমে সামান্য গ্যাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধঃক্ষেপ তৈরি করে। এর ফলে চুনের পানি ঘোলা হয়।
Ca(OH)₂ + CO₂ ——> CaCO₃ (s) + H₂O
এরপর এই দ্রবণের মধ্যে আরও অধিক কার্বন-ডাই-অক্সাইড গ্যাস প্রবেশ করালে ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে যায় এবং ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি করে। ফলে চুনের পানি আবার পরিষ্কার হয়ে যায়।
CaCO₃ + CO₂ + H₂O —– > Ca(HCO)₂ (aq)
কার্বন ডাই- অক্সাইড অধাতুর অক্সাইড হওয়াই এটি অম্লীয় প্রকৃতির।
কার্বন ডাই- অক্সাইডের জলীয় দ্রবণ অম্লীয়। পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে। যা নীল লিটমাসকে লাল করে।
H₂O + CO₂ —–> H₂CO₃
এটি অম্লীয় প্রকৃতির হওয়ায় ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে।
Na₂O + CO₂ ——> Na₂CO₃ Na(OH)+CO₂ —->Na₂CO₃+H₂O
Leave a comment