ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অনুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া হল ব্যাপন। 

অন্যদিকে নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া।

২.  ব্যাপন এর ক্ষেত্রে পাত্রের ভিতর ও বাহিরে চাপ একই থাকে। অপরদিকে, নিঃসরণের বেলায় পাত্রের ভিতর অধিকচাপ এবং পাত্রের বাহিরে কম চাপ থাকে।

৩.  ব্যাপন দীর্ঘসময় স্থায়ী হয়। অন্যদিকে, নিঃসরণ স্বল্প সময় স্থায়ী হয়।