দহন বিক্রিয়াঃ কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে।
Na + O₂ ——–> Na₂O
প্রতিটি জ্বালানির দহন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। এ তাপ শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন, কল কারখানা চালনা, রান্না করা প্রভৃতি করতে পারি।
দহন বিক্রিয়া গুলি একমুখী হয়ে থাকে।
Leave a comment