যেমনঃ সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এ বিক্রিয়ায় সোডিয়াম এর জারণ ও ক্লোরিনের বিজারণ সংঘটিত হয়।
2Na + Cl₂ ——> 2NaCl
Na ——-> Na+ + e- (জারন অর্ধ বিক্রিয়া)
এই বিক্রিয়ায় বিক্রিয়ক সোডিয়ামের জারণ সংখ্যা 0(শূন্য) ছিল। একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের জারণ সংখ্যা +1 হয়েছে।
অর্থাৎ সোডিয়ামের জারণ সংঘটিত হয়েছে।
অপরদিকে বিক্রিয়ক ক্লোরিন এর জারণ সংখ্যা শূন্য ছিল। একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিনের জারণ সংখ্যা -1 হয়েছে।
অর্থাৎ ক্লোরিন বিজারিত হয়েছে।
এই বিক্রিয়াকে Redox বা জারণ-বিজারণ বিক্রিয়া বলে।
Leave a comment