যুত বা সংযোজন পলিমারঃ একটি কার্যকরী মূলক বিশিষ্ট একই বা ভিন্ন ধরনের একাধিক মনোমার পরস্পর যুক্ত হয়ে যে পলিমার গঠন করে তাকে যুত পলিমার বলে।
পলিথিন হচ্ছে ইথিনের পলিমার। ইথিন অনুতে (-C = C-) কার্যকরী মূলক বিদ্যমান থাকে। ইথিনের অসংখ্য মনোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1000 বায়ুমণ্ডলীয় চাপে পলিমারকরণ করলে পলিথিন নামক পলিমার উৎপন্ন হয়।
nH₂C=CH₂ —–>[–CH₂-CH₂–]nএই পলিমারকরণ এ কোন অতিরিক্ত উৎপাদ (CO₂, H₂O,HCN) উৎপন্ন হয় না।
nH₂C=CH₂ —–>[–CH₂-CH₂–]nএই পলিমারকরণ এ কোন অতিরিক্ত উৎপাদ (CO₂, H₂O,HCN) উৎপন্ন হয় না।
এজন্য পলিথিন একটি যুত পলিমার।
Leave a comment