সূচনা: মধ্যযুগের ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল ক্রুসেড বা ধর্মযুদ্ধ। প্রায় দুশো বছর ধরে আটটি ক্লুসেডবা ধর্মযুদ্ধ হয়েছিল। এর মধ্যে প্রথম চারটি ক্রুসেড ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক হিট্টি বলেছেন, “ক্রুসেড ছিল মুসলিম প্রাচ্যের বিরুদ্ধে খ্রিস্টান প্রতীচ্যের তীব্র প্রতিক্রিয়া ও ঘৃণার বহিঃপ্রকাশ।

[1] প্রেক্ষাপট: তুর্কিরা জেরুজালেমে খ্রিস্টান তীর্থযাত্রীদের ওপর অকথ্য অত্যাচার করছে, এমন খবর ইউরােপে ছড়িয়ে পড়লে ১০৯৫ সালে বাইজানটাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস পােপ দ্বিতীয় আরবানের কাছে তুর্কিদের বিরুদ্ধে সামরিক সাহায্য চেয়ে আবেদন করেন। কিছুদিনের মধ্যেই পােপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমেন্ট শহরে একটি সভায় উপস্থিত ফ্রাঙ্ক নাইটদের কাছে জেরুজালেম থেকে শুরু করে এশিয়ার সমস্ত চার্চকে মুসলমানদের হাত থেকে রক্ষা করার আহবান জানান।

[2] ক্রুসেড যাত্রা: পশ্চিম ইউরােপ থেকে একাধিক সৈন্যদল ক্রুসেডের উদ্দেশ্যে যাত্রা করে। এদের অধিকাংশই স্থলপথে কনস্টান্টিনােপল পৌঁছােয়, তারপর জলপথে তুরস্কে যায়। সন্ন্যাসী পিটার দ্য হারমিটেরবাহিনীতুরস্কে পৌঁছে তুর্কি সৈন্যদের হাতে বিধ্বস্ত হয়। নাইটদের বাহিনীগুলি কিন্তু তুর্কি বাহিনীকে পরাস্ত করে এবং অ্যান্টিয়ােক দখল করে ১০৯৯ খ্রিস্টাব্দে প্যালেস্টাইন পোঁছােয়।

[3] ক্রুসেডে অংশগ্রহণকারী: প্রথম ক্রুসেডে ফ্রান্স, জার্মানি, ইটালি-সহ নানা দেশ অংশ নেয়। ক্রুসেডে যােগদান-কারীদের মধ্যে উল্লেখযােগ্য কয়েকজন ছিলেন তুলুসের কাউন্ট রেমন্ড, ন্যান্ডির ডিউক রবার্ট, শাসক গডফ্রে প্রমুখ।

[4] ফলাফল: রক্তক্ষয়ী সংঘর্ষের পর ক্রুসেডাররা নিশিয়া, অ্যান্টিয়ােক এবং এডেসা নগর দখল করে। শেষপযন্ত ক্রুসেডাররা জেরুজালেমের দখল করে এবং সেখানে জেরুজালেমের ক্যাথলিক রাজ্য নামে একটি ধর্মরাজ্য গঠন করেন। এর শাসক হন সামন্ত গডফ্রে।

[1] প্রেক্ষাপট: প্রথম ক্রুসেডে খ্রিস্টান ধর্মযােদ্ধারা জয়ী হলেও তাদের এই সাফল্য স্থায়ী হয়নি। মসুল শাসকের সেনাধ্যক্ষ ইমাদউদ্দিন জাঙ্গি প্রবল পরাক্রমে অভিযান চালিয়ে এডেসা পুনরুদ্ধার করেন (১১৪৪ খ্রি.) এবং সিরিয়া থেকে খ্রিস্টানদের বিতাড়িত করেন। এতে আতঙ্কিত হয়ে পােপ সেন্ট বার্নার্ড ইউরােপের খ্রিস্টানজগতকে পুনরায় কুসেডে অংশগ্রহণের আবেদন জানান। এর প্রেক্ষিতে জার্মান সম্রাট তৃতীয় কাড এবং ফরাসি সম্রাট সপ্তম লুই-এর নেতৃত্বে ধর্মযােজা বা কুসেডাররা সামরিক অভিযান শুরু করলে দ্বিতীয় ক্রুসেডের সূচনা ঘটে (১১৪৭ খ্রি.)।

[2] ফলাফল

  • কনরাড ও লুই-এর পরাজয়: মুসলমানদের সম্মিলিত আক্রমণে কাড় ও লুই-এর বাহিনী বিধ্বস্ত হয়। পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে তাঁরা নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করেন।

  • মুসলমানদের জেরুজেলাম পুনর্দখল: ইমাদউদ্দিন জাঙ্গির যােগ্য পুত্র নুরউদ্দিন জাঙ্গি দামাস্কাসের দখল নেন। পাশাপাশি মিশরের পরাক্রমশালী মুসলিম রাজা সালাদিন জেরুজালেম পুনর্দখল করেন (১১৮৭ খ্রি.)। ফলে পুন্যভূমিতে খ্রিস্টান আধিপত্য লুপ্ত হয়।