কার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ গঠিত হয়?

প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ গঠিত হয়।

১৯৮৬ খ্রিস্টাব্দে গঠিত শিক্ষানীতির নাম কী?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর শিরােনাম ছিল Challenge of Education- A Policy Perspective।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর শিরােনাম কী ছিল?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর শিরােনাম ছিল Challenge of Education- A Policy Perspective।

চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পারসপেকটিভ কবে প্রকাশিত হয়?

১৯৮৫-এর ১৯ আগস্ট চ্যালেঞ্জ অফ এডুকেশন-এ পলিসি পারসপেকটিভ’ প্রকাশিত হয়।

১৯৮৫ খ্রিস্টাব্দের শিক্ষা পলিসির প্রস্তাবনা পত্রটির কী নাম‌ ছিল?

১৯৮৫ খ্রিস্টাব্দের শিক্ষা পলিসির প্রস্তাবনা পত্রটির নাম হল চ্যালেঞ্জ অফ এডুকেশন-এ পলিসি পারসপেকটিভ।

১৯৬৮ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য কী ছিল?

১৯৬৮ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য ছিল জাতীয় সংহতির বিকাশ।

শিক্ষাব্যবস্থাকে সক্রিয়করণের জন্য জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে উল্লিখিত দুটি সুপারিশ লেখাে।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর দুটি সুপারিশ হল- 

  • শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছনীয় আচার-আচরণগুলির সংশােধন করা দরকার। 

  • শিক্ষকগণ যাতে সুষ্ঠুভাবে শিক্ষা প্রদান করতে পারেন, তার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা প্রয়ােজন।

ভারত সরকার জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ সংশােধনী প্রস্তাব কত খ্রিস্টাব্দে উপস্থাপিত করে?

ভারত সরকার জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ সংশােধনী প্রস্তাব ১৯৯২ খ্রিস্টাব্দে উপস্থাপিত করে।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে মােট কটি অধ্যায় ছিল?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে মােট ১২টি অধ্যায় ছিল।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর কোন অংশে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলােচনা করা হয়েছে?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর দশম অংশে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলােচনা করা হয়েছে।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর শিক্ষাকাঠামােটি কীরূপ ছিল?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর শিক্ষাকাঠামােটি হল ১০+২+৩।

NEP-এর পুরাে নাম কী?

National Education Policy।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ অনুযায়ী জাতীয় শিক্ষার যে-কোনাে একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-এর প্রধান বৈশিষ্ট্য হল মেধাবী শিক্ষার্থীদের জন্য নবােদয় বিদ্যালয় গঠন।

কমন স্কুল কী?

সর্বসাধারণের উদ্দেশে নির্মিত সাধারণ বিদ্যালয়। জাতি, ধর্ম, বর্ণ, মেধাবী, অমেধাবী সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তাকে কমন স্কুল বলা হয়।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে কেন কমন স্কুল স্থাপনের কথা বলা হয়?

সামাজিক বৈষম্য দূর করতে এবং জাতীয় সংহতি স্থাপনের জন্য জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে কমন স্কুল স্থাপনের কথা বলা হয়।

VEC-এর পুরাে নাম কী?

VEC-এর পুরাে কথাটি হল— Village Education Committee।

SCERT-এর পুরাে নাম কী?

SCERT-এর পুরাে কথাটি হল— State Council of Education Research and Training।

সকলের জন্য শিক্ষা’-র অর্থ কী?

সকলের জন্য শিক্ষা’-র অর্থ- জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলেই শিক্ষার অধিকারী। শিক্ষার সুযােগ থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে উল্লিখিত সমতার জন্য শিক্ষা কী?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে উল্লিখিত সমতার জন্য শিক্ষায় সমসুযােগ বলতে সকলের জন্য একই শিক্ষাকে বােঝায় না। এর অর্থ হল প্রতিটি ব্যক্তির নিজ প্রবণতা ও দক্ষতা অনুসারে আত্মবিকাশের সম অধিকার। যারা শিক্ষার সুযােগ থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষার সুযােগ দিতে হবে।

বয়স্কশিক্ষা কাকে বলে?

শিক্ষার জাতীয় লক্ষ্যে ১৫-৩৫ বছর বয়স্কদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তির কর্মসূচি হল বয়স্কশিক্ষা বা বয়স্কশিক্ষা কর্মসূচি। যেখানে কর্মসূচিগুলি হল-

  • স্বাস্থ্যরক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা গঠন 

  • গণতান্ত্রিক আদর্শ গঠনের মাধ্যমে দেশের উন্নতিকে এগিয়ে নিয়ে যাওয়া 

  • কেবলমাত্র নামসই নয় শিক্ষার্থীর উন্নয়ন ঘটানাে। 

রাজনৈতিক দল, কেন্দ্র রাজ্য সরকার স্বেচ্ছাসেবী সংগঠন এ বিষয়ে এগিয়ে আসবে।

বয়স্কশিক্ষার ক্ষেত্রে জাতীয় লক্ষ্য কী কী?

বয়স্কশিক্ষার ক্ষেত্রে জাতীয় লক্ষ্য হল দারিদ্র্য দূরীকরণ, জাতীয় সংহতি রক্ষা, পরিবেশকে সংরক্ষণ করা, নারীজাতির সমান সুযােগ রক্ষা করা, সাংস্কৃতিক কাজকে উৎসাহ দেওয়া, ১৫-৩৫ বছরের বয়স্ক মানুষদের সাক্ষর করে তােলা।

বয়স্কশিক্ষার একটি সমস্যা উল্লেখ করাে।

বয়স্কশিক্ষার একটি সমস্যা হল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অর্থের অভাব।

বয়স্কশিক্ষা কর্মসূচি রূপায়ণে দুটি কর্মসূচি লেখাে।

বয়স্কশিক্ষা কর্মসূচি রূপায়ণের দুটি কর্মসূচি হল-

  • বেতার, দূরদর্শন, চলচ্চিত্র-সহ অন্যান্য গণমাধ্যমের ব্যবহার

  • গ্রামাঞ্চলে প্রবহমান শিক্ষাকেন্দ্র স্থাপন।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে বয়স্কশিক্ষায় বয়স্ক বলতে‌ কাদের বােঝানাে হয়েছে?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে বয়স্ক বলতে, যারা উচ্চপ্রাথমিক স্তরের পড়া শেষ না করে বিদ্যালয় ছেড়েছে। সেই স্তর থেকে ৩৪ বা তারও বেশি বয়সের শিক্ষার্থীদের বলা হয়েছে।

তপশিলিভুক্তদের শিক্ষার সুযােগ বৃদ্ধির জন্য জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ কোন্ সম্পদকে ব্যবহারের কথা বলেছে?

তপশিলিভুক্তদের শিক্ষার সুযােগ বৃদ্ধির জন্য জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ NREP এবং RLEGP-এর সম্পদগুলিকে‌ কাজে লাগানাের কথা বলেছে।

অপারেশন ব্ল্যাকবাের্ড কী?

সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা সহায়ক সব ধরনের উপাদান দেওয়ার যে নীতি, তাকে অপারেশন ব্ল্যাকবোের্ড বলা হয়। এটি জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে গ্রহণ করা হয়।

অপারেশন ব্ল্যাকবাের্ড-এর কর্মসূচি কারা নেয়?

অপারেশন ব্ল্যাকবাের্ড-এর কর্মসূচি গ্রহণ করে NEP (National Educational Policy)।

ECCE বলতে কী বােঝাে?

প্রত্যেক শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে শৈশবকালীন যত্ন ও শিক্ষার যে কর্মসূচি জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে নেওয়া হয়, তাকেই ECCE বা শৈশবকালীন যত্ন ও শিক্ষা বলা হয়।

ECCE-এর পুরাে নাম কী?

ECCE-এর পুরাে কথাটি হল ‘Early Childhood Care and Education’।

প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ কোন্ কর্মসূচির সুপারিশ করে?

প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ অপারেশন ব্ল্যাকবোের্ড’ কর্মসূচির সুপারিশ করে।

শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বােঝাে?

প্রাথমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ না করেই শিক্ষার্থীদের বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।

শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট’ বলতে কী বােঝাে?

নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভরতি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পড়াশােনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়। এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায়। এদেরকে বলে বিদ্যালয়ছুট বা ‘Dropout’ শিক্ষার্থী।

Dropout বা বিদ্যালয়ছুট কাকে বলে?

নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভরতি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পড়াশােনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়। এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায়। এদেরকে বলে বিদ্যালয়ছুট বা ‘Dropout’ শিক্ষার্থী।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে ‘পথনির্দেশক স্কুল’ কাকে বলা হয়েছে?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে নবােদয় বিদ্যালয়গুলিকে পথনির্দেশক স্কুল’ বলা হয়েছে।

নবােদয় বিদ্যালয় কী?

মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নতমানের মাধ্যমিক শিক্ষায় সুযােগসুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তাকে নবােদয় বিদ্যালয় বলা হয়।

নবােদয় বিদ্যালয় স্থাপনের সুপারিশ কে করেছিল?

নবােদয় বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬।

নবােদয় বিদ্যালয়গুলি কারা পরিচালনা করে?

CBSE (Central Board of Secondary Education) কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বাের্ড।

নবােদয় বিদ্যালয়ে শিক্ষার্থীরা কীভাবে ভরতি হয়?

NCERT রচিত প্রশ্নপত্রের সাহায্যে বিভিন্ন জেলায় পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভরতি হয়।

নবােদয় বিদ্যালয়ের পাঠক্রম রচনার দায়িত্ব কাকে দেওয়া হয়?

নবােদয় বিদ্যালয়ের পাঠক্রম রচনার দায়িত্ব দেওয়া হয় NCERT-কে।

নবােদয় বিদ্যালয়ে কতদূর শিক্ষাগ্রহণ করা যায়?

নবােদয় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাগ্রহণ করা যায়।

স্বশাসিত কলেজ কাকে বলে?

যেসকল কলেজ পাঠ্যক্রম প্রণয়ন করা, পরীক্ষা নেওয়া, সার্টিফিকেট প্রদান করা প্রভৃতি সকল কাজের জন্য কারাের উপর নির্ভর না করে নিজেরা করে, তাদের বলা হয় স্বশাসিত কলেজ। যেমন কলকাতার প্রেসিডেন্সি কলেজ। জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজ্য সরকার সহমত হয়ে Excellent College (উৎকর্ষ মহাবিদ্যালয়) বা স্বশাসিত মহাবিদ্যালয় বা Autonomous College-এর স্বীকৃতি দেবে।

উৎকর্ষ কলেজ কাকে বলে?

যেসকল কলেজ পাঠ্যক্রম প্রণয়ন করা, পরীক্ষা নেওয়া, সার্টিফিকেট প্রদান করা প্রভৃতি সকল কাজের জন্য কারাের উপর নির্ভর না করে নিজেরা করে, তাদের বলা হয় স্বশাসিত কলেজ। যেমন কলকাতার প্রেসিডেন্সি কলেজ। জাতীয় 1. শিক্ষানীতি, ১৯৮৬-তে বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজ্য সরকার সহমত হয়ে Excellent College (উৎকর্ষ মহাবিদ্যালয়) বা স্বশাসিত মহাবিদ্যালয় বা Autonomous College-এর স্বীকৃতি দেবে।

UGC-এর পুরাে নাম কী?

University Grants Commission.

UGC কথাটি কোন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত?

UGC কথাটি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে কেন প্রথাবহির্ভূত শিক্ষার ব্যবস্থা করে?

শিক্ষায় গণতান্ত্রিকতা ও উচ্চশিক্ষার সুযােগ সকলের কাছে পৌছে দেওয়ার উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়।

মুক্ত বিদ্যালয় (Open School)-এর অর্থ কী?

ব্যাপক হারে শিক্ষার প্রসারের জন্য ১৯৮৬ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে Open School প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। এখানে যারা শিক্ষার্থী তারা কর্মরত অবস্থায় বাড়িতে থেকে শিক্ষা নিতে পারে। কোনাে সময়সীমার বাধ্যবাধকতা থাকে না।

ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?

ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়।

নন-ফরমাল বা অপ্রথাগত শিক্ষাব্যবস্থা বলতে কী বােঝাে?

যেসব শিক্ষার্থীরা যেমন—বিদ্যালয়ছুট, কর্মরত শিশু, দরিদ্র মানুষ এবং যেসব মেয়েরা প্রথাগত বা ধারাবাহিক শিক্ষা নিতে পারে না তাদের জন্য যে বিশেষ উপায়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, তাকে বলে প্রথাবহির্ভূত বা অপ্রথাগত বা নন-ফর্মাল শিক্ষাব্যবস্থা।

ভারতবর্ষে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোথায়, কবে গড়ে ওঠে?

ভারতবর্ষে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে ১৯৮৫ খ্রিস্টাব্দে, দিল্লিতে।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে কেন জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে বলা হয়েছে ডিগ্রি ও জীবিকা উভয়ের উদ্দেশ্য পৃথক, তাই জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন রাখা দরকার। একজনের কোনাে বিষয়ে কতটা জ্ঞান তা Degree দেখে বলা সম্ভব নয়। চাকরিতে নিয়ােগকর্তারা প্রয়ােজনমতাে। পরীক্ষার ব্যবস্থা করে উপযুক্ত প্রার্থী বাছাই করবে যাতে কাজের সুযােগ বাড়ে, পরীক্ষার ব্যর্থতাজনিত অপচয় কমবে। এর জন্য National Testing Service-এর মতো উপযুক্ত সংস্থা প্রতিষ্ঠা প্রয়ােজন।

‘ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ’ বলতে কী বােঝাে?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে বলা হয়েছে ডিগ্রি ও জীবিকা উভয়ের উদ্দেশ্য পৃথক, তাই জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন রাখা দরকার। একজনের কোনাে বিষয়ে কতটা জ্ঞান তা Degree দেখে বলা সম্ভব নয়। চাকরিতে নিয়ােগকর্তারা প্রয়ােজনমতাে। পরীক্ষার ব্যবস্থা করে উপযুক্ত প্রার্থী বাছাই করবে যাতে কাজের সুযােগ বাড়ে, পরীক্ষার ব্যর্থতাজনিত অপচয় কমবে। এর জন্য National Testing Service-এর মতো উপযুক্ত সংস্থা প্রতিষ্ঠা প্রয়ােজন।

DIET স্থাপনের কী উদ্দেশ্য?

প্রতিটি জেলায় DIET (District Institute of Education & Training) প্রতিষ্ঠানের মাধ্যমে নন-ফরমাল, প্রাথমিক স্তরের শিক্ষক ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের চাকুরিরত বা চাকুরিপূর্ব অবস্থায় প্রশিক্ষণ দেওয়া হবে। DIET গুলির কার্য হবে SCERT-র কার্যের পরিপূরক।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে রাজ্য স্তরে শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব কার হাতে দেওয়া হয়?

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬-তে রাজ্য স্তরে শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় রাজ্য শিক্ষা উপদেষ্টা পর্ষদ (SABE)-কে।

জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬ অনুযায়ী জাতীয় শিক্ষার যে-কোনাে একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

১৯৮৬ খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে শিক্ষকদের সম্পর্কে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষক নিয়ােগের ক্ষেত্রে বিশেষভাবে শিক্ষাগত মানের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেক শিক্ষকের জন্য তার নিজের কর্মদক্ষতার মূল্যায়ন আবশ্যিক করা হয়েছে। শিক্ষকদের জন্য আচরণবিধি রচনা করার কথাও এই শিক্ষানীতিতে বলা হয়েছে।

সংশােধিত শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষা ব্যবস্থাপনায় কোন দুটি বিষয়ের প্রতিষ্ঠার জন্য উৎসাহদান করা হয়েছে?

দিবা পরিচর্যা কেন্দ্র (Day Care) এবং বালওয়াড়ি (Balwadi) প্রতিষ্ঠার জন্য উৎসাহ দান করা হয়েছে সংশােধিত শিক্ষানীতিতে।

কেন রামমূর্তি কমিটি গঠিত হয়?

১৯৯০ খ্রিস্টাব্দের মে মাসে সেই সময়ের কেন্দ্রীয় সরকার ১৯৮৬ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি পুনরায় বিবেচনার মাধ্যমে সংশােধন করার জন্য আচার্য রামমূর্তির সভাপতিত্বে এই রিভিউ কমিটি গঠন করে।

CABE-এর কয়েকটি কাজ লেখাে।

কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ (Central Advisory Board of Education)-এর কাজগুলি যথাক্রমে- 

  • শিক্ষার উন্নয়নে প্রয়ােজনীয় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ, 

  • শিক্ষার উন্নয়নের জন্য পুনঃপরীক্ষণের দায়িত্ব নেওয়া, 

  • কেন্দ্র ও রাজ্যের শিক্ষাবিভাগগুলিকে আরও শক্তিশালী করা ইত্যাদি।

রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?

রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল ১৯৯০ খ্রিস্টাব্দে।

NLM-এর পুরাে নাম কী?

National Literacy Mission বা জাতীয় সাক্ষরতা মিশন। এটি ১৯৬৮ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।

কার নেতৃত্বে রামমূর্তি কমিটি গঠিত হয়?

রামমূর্তি কমিটি গঠিত হয় বিশিষ্ট শিক্ষাবিদ আচার্য রামমূর্তির সভাপতিত্বে।

রামমূর্তি কমিটির শিরােনাম কী ছিল?

রামমূর্তি কমিটির শিরােনাম ছিল “Towards an Enlightened and Humane Society, NEP 1986 – A Review.

১৯৮৬-এর NPE-এর পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত যে-কোনাে একটি কমিটির নাম লেখাে।

১৯৮৬-এর NPE-এর পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত হয় রামমূর্তি কমিটি (১৯৯০) অথবা জনার্দন কমিটি (১৯৯২)।

NPE-এর পুরাে নাম কী?

NPE-এর পুরাে নাম- National Policy of Education।

১৯৮৬-এর জাতীয় শিক্ষানীতি কোন্ খ্রিস্টাব্দে পুনর্বিবেচিত হয়?

১৯৮৬-এর জাতীয় শিক্ষানীতি ১৯৯২ খ্রিস্টাব্দে পুনর্বিবেচিত হয়।

জনার্দন কমিটি কবে গঠিত হয়?

জনার্দন কমিটি গঠিত হয় ১৯৯২ খ্রিস্টাব্দে।

কার নেতৃত্বে জনার্দন কমিটি গঠিত হয়?

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং-এর নেতৃত্বে ১৯৯২ খ্রিস্টাব্দে জনার্দন কমিটি গঠিত হয়।

বৃত্তিশিক্ষার ক্ষেত্রে রেড্ডি কমিটির সুপারিশগুলি কী কী?

বৃত্তিশিক্ষার ক্ষেত্রে রেড্ডি কমিটির সুপারিশ হল-

  • এমনভাবে বৃত্তিশিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে সবাই চাকরি পায়। 

  • শিক্ষার্থীরা যাতে স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে।

১৯৯২ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে গৃহীত দুটি সংস্কার কী কী?

১৯৯২ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে যে বিষয়গুলির সংস্কার করা হয়, সেগুলি হল- 

  • প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রথাবহির্ভূত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

  • সারা দেশে যাতে শিক্ষার ক্ষেত্রে অভিন্ন পাঠক্রম পদ্ধতি, নীতি ও নিয়ম চালু করা যায়, সে বিষয়ে সুপারিশ করা হয়।

১৯৯২-এ POA-তে সংবিধানে কী ধরনের সংশােধনের কথা উল্লেখ করা হয়েছে?

১৯৯২-এর POA-তে ৭৩তম ও ৭৪তম সংশােধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতিরাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার‌ কথা বলা হয়।

TME-এর পুরাে নাম কী?

TME-এর পুরাে কথাটি হলো Technical and Management Education।

IGNOU-এর পুরাে নাম কী?

IGNOU-এর পুরাে নাম Indira Gandhi Open University।

PTTI-এর পুরাে নাম কী?

PTTI-এর পুরাে নাম- Primary Teachers’ Training Institute।

NSOU-এর পুরাে নাম কী?

NSOU-এর পুরাে নাম- Netaji Subhas Open University।

NCERT-এর পুরাে নাম কী?

National Council of Educational Research and Training।

NCTE-এর পুরাে নাম কী?

National Council of Teacher Education।

AICTE-এর পুরাে কথাটি কী?

AICTE-এর পুরাে কথাটি হল—All India Council of Teacher Education।

CABE-এর পুরাে নাম লেখাে।

Central Advisory Board of Education।

NIEP-এর পুরাে নাম কী?

National Institute of Educational Planning।

3Rs বলতে কী বােঝায়?

3Rs -Reading, Writing, Arithmetic।

ICCW-এর পুরাে নাম কী?

Indian Council of Child Welfare।

DIET-এর পুরাে নাম কী?

DIET-এর পুরাে নাম—District Institute of Education and Training।

TLC-এর পুরাে নাম কী?

TLC-এর পুরাে নাম— Total Literary Campaign।

Minimum Level of Learning (MLL) কথাটির তাৎপর্য কী?

কোনাে একটি শ্রেণিতে পাঠরত শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট মান অর্জন করতেই হবে, একে বলে ন্যূনতম শিক্ষার মান বা Minimum Levels of Learning!

P.O.A কী?

POA-কথাটির পুরো অর্থ Programme of Action। ১৯৮৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য ১৯৯২ তে যে শিক্ষানীতি প্রবর্তিত হয় তার নাম POA (1992)।

দূরশিক্ষা কী?

দূরশিক্ষা হল এক বিশেষ ধরনের নিরবচ্ছিন্ন শিক্ষাপদ্ধতি। যেখানে সরাসরি শিক্ষক-শিক্ষিকার সঙ্গে যােগাযােগ থাকে না, কোনাে বক্তৃতা পদ্ধতির প্রয়ােগ থাকে না। এক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে বা ছাপানাে কাগজের সাহায্যে দূর শিক্ষা ঘটে। শিক্ষকের দ্বারা পরােক্ষ নির্দেশনার মাধ্যমে। উন্নত প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকার সংযােগ ঘটে একে বলে দূর শিক্ষা বা Distance Education যেমন-B.U, IGNOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইত্যাদি।