কৈশাের হল এমন একটি বয়ঃস্তর, যে সময়ে ছেলেমেয়েরা মানসিক, প্রাক্ষোভিক, সামাজিক এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের মধ্য দিয়ে বাল্য থেকে প্রাপ্তবয়স্ককালের দিকে এগিয়ে চলে। মনােবিদ হারলকের মতে, 12 থেকে 21 বছর পর্যন্ত সময়কাল হল কৈশােরকাল।

মাধ্যমিক শিক্ষা হল একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষান্তর। এই শিক্ষান্তরটি কিশাের-কিশােরীদের ব্যক্তিগত অভিযােজনে নানানভাবে সহায়তা করে।

(১) গণতান্ত্রিক নাগরিকতার বিকাশে সহায়তা: মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সু-অভ্যাস, সুমনােভাব গড়ে তােলে। এ ছাড়া তাদের চারিত্রিক গুণাবলির বিকাশেও সাহায্য করে। ফলে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

(২) ব্যক্তিসত্তার বিকাশে সহায়তা: মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল ক্ষমতার বিকাশে সহায়তা করে। কর্মশিক্ষা, সহপাঠক্রমিক কার্যাবলি ইত্যাদির মাধ্যমে তাদের ব্যক্তিসত্তার বিকাশ ঘটে।

(৩) যৌনজীবন সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা: মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীরা জীবনবিজ্ঞান পড়তে গিয়ে মানুষের যৌন-জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জনের সুযোগ পায়।

(৪) শিক্ষার্থীদের স্বাধীনতার চাহিদাপূরণে সহায়তা: মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করার সুযােগ করে দেয়। ফলে শিক্ষার্থীদের স্বাধীনতার চাহিদাপূরণের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়ে।

(৫) প্রক্ষোভিক বিকাশে সহায়তা: মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুর মতাে বা সহায়কের মতাে ভূমিকা পালন করলে, শিক্ষার্থীদের প্রাক্ষোভিক বিকাশ ত্বরান্বিত হয়। এ ছাড়া খেলাধুলা এবং সহপাঠক্রমিক কাজের মাধ্যমে তাদের সুসংহত প্রক্ষোভিক বিকাশে সহায়তা করা যায়।

(৬) জ্ঞান আহরণের চাহিদাপুরণে সহায়তা: মাধ্যমিক শিক্ষায় বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণের সুযােগ ঘটে। ফলে শিক্ষার্থীদের কৌতূহল ও অতিরিক্ত জ্ঞানার্জন চাহিদা পূরণ হয়।

(৭) জীবনাদর্শের চাহিদাপূরণে সহায়তা: প্রতিটি কিশাের শিক্ষার্থীর জীবনদর্শনের চাহিদা থাকে। বিভিন্ন উপায়ে বিশেষ করে জীবনীপাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনদর্শনের চাহিদাপূরণের চেষ্টা করা হয়।

(৮) দলবদ্ধভাবে থাকার চাহিদাপূরণে সহায়তা: মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বিভিন্ন বিষয়ের প্রকল্প রূপায়ণের কাজে দলগতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। দলবদ্ধভাবে কাজ করতে গিয়ে তাদের দলবদ্ধভাবে থাকার চাহিদা কিছুটা পূরণ হয়।

(৯) নৈতিক চাহিদাপূরণ: বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে এই বয়সের কিশােরকিশােরীদের নৈতিক ও দায়িত্বগ্রহণের চাহিদাপূরণ হয়।