আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম শিষ্য ড. জ্ঞানেন্দ্রনাথ মুখােপাধ্যায় বর্তমান বাংলাদেশের রাজশাহি জেলার মহাদেবপুরে ১৮৯৩ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। রসায়ন বিজ্ঞানের কলােয়েড বিভাগের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মৃত্তিকাবিজ্ঞানীর ছাত্রজীবন অতিবাহিত হয়। বর্ধমানে মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে (১৯০৬-১৯০৯) ও প্রেসিডেন্সি কলেজে। ১৯১৫ খ্রিস্টাব্দে এমএসসি পাস করার পর তিনি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পান।
অধ্যাপক হিসেবে তিনি পেয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, শ্যামাদাস মুখােপাধ্যায়, নীলরতন ধর, সুবােধচন্দ্র মহলানবিশকে। তার সহপাঠীদের মধ্যে ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, প্রশান্ত মহলানবিশ, প্রাণকৃয় পারিজা প্রমুখ। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের ভৌত রসায়ন বিভাগে তিনি গবেষণার কাজে যােগ দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতকোত্তর বিভাগে তিনি পঠনপাঠনের বিশেষ দায়িত্ব লাভ করেন। ক্যালকাটা স্কুল অব সয়েল সায়েন্স তার নেতৃত্বে গড়ে ওঠে।
১৯৩৪ খ্রিস্টাব্দে তাঁর সভাপতিত্বে ‘The Indian Chemical Society of Soil Science’ প্রতিষ্ঠিত হয়। ‘Indian Chemical Society’-র স্রষ্টা এবং Indian Agricultural Research Institute’-এর ডিরেক্টর জ্ঞানেন্দ্রনাথ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান বিষয়ক বহু কমিটির কেন্দ্রে ছিলেন। ১৯৫৪ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরিচালক নিযুক্ত হন। কলকাতায় বিশ্ববিদ্যালয় কে ডিলিট উপাধিতে ভূষিত করে। মৃত্তিকাবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘পদ্মভূষণ’ উপাধিতে সম্মানিত করা হয়। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ মে তাঁর জীবনাবসান হয়।
বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আশুতােষ মুখােপাধ্যায়ের অবদান আলােচনা করাে।
বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে ডা. ইন্দুমাধব মল্লিকের অবদান আলােচনা করাে।
বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে শিশিরকুমার মিত্রের অবদান আলােচনা করাে।
বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান আলােচনা করাে।
বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে নীলরতন ধরের অবদান আলােচনা করাে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার পরিচয় দাও।
রবীন্দ্রনাথ ব্যতীত ঠাকুরবাড়ির অন্যান্য মানুষজনের বিজ্ঞানচর্চার পরিচয় দাও।
বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞানচর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলােচনা করাে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে অক্ষয়কুমার দত্তের অবদান আলােচনা করাে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর অবদান আলােচনা করাে।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলােচনা করাে |
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদানন্দ রায়ের অবদান আলােচনা করাে।
বাংলার কীটপতঙ্গ গ্রন্থের রচয়িতা কে? বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে তার অবদান আলােচনা করাে।
Leave a comment