সময়ের সাথে সাথে মানুষের চাহিদা এবং ব্যবহৃত উপকরণগুলির পরিবর্তন ঘটেছে এবং এর সাথে সাথে কৃষিকাজের চরিত্রও পরিবর্তিত হচ্ছে। বর্তমানে কৃষিকাজে আধুনিক যে উপকরণগুলি বেশি করে ব্যবহার করা হচ্ছে সেগুলি হল一

  • [1] জলসেচ, 

  • [2] উচ্চফলনশীল বীজ, 

  • [3] রাসায়নিক সার, 

  • [4] জৈব সার, 

  • [5] কীটনাশক ওষুধ ও 

  • [6] আধুনিক যন্ত্রপাতি।

কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের গুরুত্ব বা সুবিধাগুলি হল নিম্নরূপ

  • এগুলির সাহায্যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য সরবরাহ সুনিশ্চিত করা যায়।

  • কৃষির প্রসার ঘটিয়ে দারিদ্র ও অসাম্য দূর করা যায়।

  • পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করা যায়।

  • বহু-ফসলি কৃষির প্রসার ঘটানাে যায়।

  • গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটানাে যায়।

  • জাতীয় আয় বৃদ্ধি করা যায়।

  • কৃষকের শ্রম লাঘব ও কৃষিপণ্যের অপচয় কমানাে যায়।

  • উৎপাদন প্রক্রিয়া দ্রুত এবং কৃষিপণ্যের উৎকর্যতা বাড়ানাে যায় ইত্যাদি।

কৃষিকাজে আধুনিক উপকরণগুলি ব্যবহারের ফলে যে সমস্যা বা অসুবিধাগুলি দেখা যায় তা হল

(১) বাস্তুতান্ত্রিক সমস্যা

  • মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়,

  • মৃত্তিকা ও জলদূষণ ঘটে,

  • ভৌমজলের সঞ্চয় হ্রাস পায়,

  • মৃত্তিকায় বসবাসকারী বহু প্রাণী মারা যায়,

  • বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হয় ইত্যাদি।

(২) সামাজিক সমস্যা

  • গ্রাম থেকে শহরে পরিব্রাজন বেড়ে যায়,

  • কৃষকদের মধ্যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায়,

  • পারিবারিক চাষ-আবাদ ক্ষতিগ্রস্ত হয়,

  • কীটনাশক ও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের রােগ-প্রতিরােধ ক্ষমতা কমে যায় ইত্যাদি।

(৩) অর্থনৈতিক সমস্যা

  • কৃষিতে যন্ত্রপাতির অতিরিক্ত ব্যবহারের ফলে গ্রামীণ মানুষের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পায়।

  • তৃতীয় বিশ্বের দেশগুলিতে জমিহীন মানুষের সংখ্যা বাড়তে থাকে,

  • দেশের সর্বত্র সমানভাবে আধুনিক উপকরণগুলি ব্যবহার করা যায় না বলে কৃষকদের মাথাপিছু আয়ের বৈষম্য সৃষ্টি হয়।

  • আধুনিক উপকরণগুলির জোগান দেশে পর্যাপ্ত না থাকায় বিদেশ থেকে আমদানি করতে হয় বলে কৃষিতে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যায় ইত্যাদি।