ক্লিপিংস : এই রূপতাত্ত্বিক প্রক্রিয়ায় একটি শব্দ আকৃতিতে ছােটো হয়ে যায়, অথচ তার ব্যাকরণগত ও অর্থগত কোনাে পরিবর্তন হয় না। যেমন-ছােটোকাকা > ছােটকা, বড়ােদাদা > বড়দা। ইংরেজি ভাষায় ক্লিপিংস ওয়র্ড বা সংক্ষেপিত পদের উদাহরণ বেশি পাওয়া যায়। যেমন—এরােপ্লেন > প্লেন, মাইক্রোফোন > মাইক, টেলিফোন > ফোন।
ক্র্যানবেরি রূপমূল : যেসব পরাধীন রূপমূলের আভিধানিক অর্থ আপাতভাবে নেই এবং কোনাে ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলে ক্র্যানবেরি রূপমূল। যেমন – আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ শব্দগুলির ‘লাপ’ এই পরাধীন রূপমূল। লাপ রূপমূলের আপাত অর্থ না থাকলেও এই তৎসম শব্দের ব্যুৎপত্তি হল, লিপ (কথা বলা) + ভাববাচ্য অর্থযুক্ত ‘ঘ’(> অ)। লাপ’এর অর্থ তাই কথা বলা।
রূপ এবং দল-এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলােচনা করাে।
রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। মুক্ত ও বদ্ধ রূপমূলের পরিচয় উদাহরণসহ দাও।
রূপতত্ত্বের সংজ্ঞা দিয়ে তার আলােচনার বিষয়টি স্পষ্ট করাে।
রূপমূল বা রূপিমের প্রধান চারটি শ্রেণিভেদের সংক্ষিপ্ত আলােচনা করাে।
সহ রূপমূল বা Allomorph সম্বন্ধে যা জান সংক্ষেপে লেখাে।
সহরূপমূলের রূপভেদ হিসেবে শূন্য রূপমূলের ভূমিকা নির্দিষ্ট করাে।
বাক্যে ব্যবহৃত শব্দের রূপবৈচিত্র্য সম্পর্কে আলােকপাত করাে।
প্রত্যয় কাকে বলে? ব্যাবহারিক প্রয়ােগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।
সমন্বয়ী ও নিম্পাদিত রূপমূল সম্পর্কে লেখাে।
আধুনিক ভাষাবিজ্ঞান অনুযায়ী বাক্য বিশ্লেষণ করে বাক্যের গঠনের ধারণাটি সুস্পষ্ট করাে।
বাক্যের গঠন ও গঠনগত উপাদানের তুলনা করে বাক্যের অন্যতম গঠনগত উপাদান হিসেবে অব্যবহিত উপাদান-এর স্বরূপ ব্যাখ্যা করাে।
উত্তর আধুনিক ভাষাবিজ্ঞানের ধারায় বাক্যবিশ্লেষণের ক্ষেত্রে পদগুচ্ছ সংগঠন ও তার সূত্রগুলি ব্যাখ্যা করাে।
Leave a comment