প্রশ্নঃ ১৯৪৬ সনের Marriage Disabilities Removal Act কি কি অক্ষমতাকে দূর করিয়াছে?

উত্তরঃ হিন্দু শাস্ত্র মতে উচ্চ বর্ণের কনের সাথে নিম্নবর্ণের বরের বিয়ে অর্থাৎ প্রতিলোম বিয়ে অনুমোদিত নয়। তবে উচ্চ বর্ণের বরের সাথে নিম্ন বর্ণের কনের বিয়ে অর্থাৎ অনুলোম বিয়ে অনুমোদিত। ১৯৪৬ সালের Hindu Marriage Disabilities (Removal) Act বিয়ের ব্যাপারে জাতি, উপজাতি বা সম্প্রদায়ের ভিন্নতা দূর করেছে। এই আইন অনুসারে সকল বর্ণের মধ্যে এখন বিয়ে আইনগত সিদ্ধ।