হ্যালোজেনের উৎস নিম্নরূপঃ
ফ্লোরিন : ফ্লোরিনের প্রধান উৎস খনিজ লবণ।
যেমনঃ ক্রায়োলাইট (Na₃AlF₆), ফ্লোরস্পার (CaF₂), ফ্লোর অ্যাপাটাইট[CaF₂ .3Ca₃(PO₄)₂],
ক্লোর অ্যাপাটাইট [CaCl₂ .3Ca₃(PO₄)₂] ।
(KCl . MgSO₄ .3H₂O), সিলভাইন (KCl), কার্নালাইট (KCl .MgCl₂ .H₂O), ইত্যাদি খনিজ লবণে ক্লোরিন পাওয়া যায়।
(KBr .MgBr₂ .H₂O) 0.25% ব্রোমিন পাওয়া যায়।
আয়োডিনঃ আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল শুকিয়ে নিয়ন্ত্রিত অক্সিজেন দ্বারা দহন করে যে প্রাপ্ত ছাইয়ের মধ্যে আয়োডিন লবন (NaI ; KI) হিসেবে 0.5% আয়োডিন থাকে।
Leave a comment