১.১২ ঘটনা ও ঘটনার শ্রেণিবিভাগ

Events and Classification of Events

ভূমিকাঃ আমাদের জীবনে যা কিছু ঘটে তাই ঘটনা। অন্যভাবে বলা যায়, কোনাে অবস্থার পরিবর্তন হওয়াকে ঘটনা বলে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটেছে।

ঘটনাঃ সাধারণ অর্থে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র ইত্যাদি ক্ষেত্রে কোনাে কিছু সংঘটিত হওয়াকেই ঘটনা বলে। আবার একটি নির্দিষ্ট অবস্থানের পরিবর্তনকেও ঘটনা বলা হয়। যেমন— খাবার খাওয়া, বাজার করা, বেড়াতে যাওয়া ইত্যাদি।

অধ্যাপক Aric. Luis Khaler এর মতে, “Events refers to a process or part of a process having a particular result & place of accurence.” অর্থাৎ, ঘটনা হলাে একটি প্রক্রিয়া বা প্রক্রিয়ার অংশ যা নির্দিষ্ট সময়। এবং ক্ষেত্রে সংঘটিত হয়।”

বস্তুত মানুষের জীবনে সংঘটিত প্রতিটি কর্মকাণ্ডই হচ্ছে এক একটি ঘটনা।

ঘটনার প্রকারভেদঃ ঘটনাকে দু’ভাগে ভাগ করা যায়। যথা:

১. আর্থিক ঘটনা এবং

২. অনার্থিক ঘটনা।

১। আর্থিক ঘটনা (Monetary Events): যে সমস্ত ঘটনা অর্থের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ যা দ্বারা মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাকে আর্থিক ঘটনা বলে। যেমন- পণ্য ক্রয় বিক্রয়, ব্যাংকে হিসাব খােলা, বাজার করা ইত্যাদি।

২। অনার্থিক ঘটনা (Non-Monetary Events): যে সমস্ত ঘটনা অর্থের সাথে সম্বন্ধযুক্ত নয় সেগুলােকে অনার্থিক ঘটনা বলে। স্বাভাবিক কারণে অনার্থিক ঘটনা দ্বারা মানুষের আর্থিক অবস্থার কোনাে পরিবর্তন ঘটে না। যেমন- পণ্য ক্রয়ের ফরমায়েশ, কর্মচারী নিয়ােগ, পরীক্ষায় পাশ করা ইত্যাদি। এ সকল ঘটনা দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানের কোন আর্থিক পরিবর্তন ঘটে না।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, ঘটনা হলাে কোনাে একটি উপলক্ষ বিশেষ, যাকে কেন্দ্র করে বেশ কিছু সংখ্যক আর্থিক ও অনার্থিক অবস্থার পরিবর্তন ঘটে। হিসাববিজ্ঞানের আলোচনা বুঝতে এটা খুবই গুরুত্বপূর্ণ।