১.২ হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য
Features of Accounting
Features of Accounting
প্রশ্নঃ হিসাববিজ্ঞানের ৫টি বৈশিষ্ট্য লিখ।
অথবা, হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
ভূমিকাঃ ব্যবসায়ের লেনদেন সংঘটিত হওয়ার পর তা লিপিবদ্ধকরণ থেকে শুরু করে ব্যবহারকারীর কাছে তথ্য সরবরাহ করা পর্যন্ত যাবতীয় কার্যাবলির মধ্যে হিসাববিজ্ঞানের সাধারণ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যঃ নিম্নে হিসাববিজ্ঞানের কয়েকটি বৈশিষ্ট্য নিচে আলােচনা করা হলােঃ
১. হিসাববিজ্ঞান একটি ধারাবাহিক বাস্তব প্রক্রিয়া। এর মাধ্যমে আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং তথ্য সরবরাহের কার্য সম্পাদিত হয়।
২. সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা যেমনঃ রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, মনােবিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ের সাথে হিসাববিজ্ঞান জড়িত। তাই হিসাববিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান।
৩. হিসাববিজ্ঞান আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে যুক্তিসঙ্গত উপায়ে ও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় লিপিবদ্ধ করে তার ফলাফল নির্ণয় করে থাকে। তাই হিসাববিজ্ঞান এক ধরনের বিজ্ঞান।
৪. হিসাববিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা।
৫. হিসাববিজ্ঞানের যাবতীয় লেনদেনগুলাে দু’তরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় বলে এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি।
৬. হিসাববিজ্ঞানের ক্ষেত্রে একটি লেনদেন অন্য একটি লেনদেনের ওপর নির্ভশীল নয়। তাই এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া।
৭. হিসাববিজ্ঞানের প্রতিটি লেনদেন অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযােগ্য হতে হয়। অর্থের অঙ্কে পরিমাপ অযােগ্য ঘটনা এর আওতাভুক্ত নয়।
৮. হিসাববিজ্ঞান প্রতিটি লেনদেনকে দ্বৈতসত্তায় অর্থাৎ সমপরিমাণ টাকায় ডেবিট ও ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করে লিপিবদ্ধ করে।
৯. একটি নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় প্রতিষ্ঠানের মােট সম্পত্তি, দায় ও মূলধনের পরিমাণ তথা আর্থিক অবস্থা এর মাধ্যমে জানা যায়। তাই হিসাববিজ্ঞানকে আর্থিক অবস্থা নির্ধারণের মাধ্যম বলা যায়।
১০. হিসাববিজ্ঞান তথ্য সরবরাহ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তাই একে ব্যবস্থাপনার হাতিয়ার বলা হয়।
১১. হিসাববিজ্ঞানে অনেক লেনদেন অনুমান করে হিসাবভুক্ত করতে হয়। যেমন: অবচয়। তাই একে আনুমানিক বিজ্ঞান বলা যায়।
পরিশেষঃ উপরে উল্লিখিত আলােচনার প্রেক্ষিতে বলা যায় যে, হিসাববিজ্ঞানের বহুবিধ ও বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের জন্যই একে অন্যান্য বিষয় থেকে সহজে আলাদা করা যায়।
Leave a comment