১.৬ হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা

Importance & Necessity of Accounting

প্রশ্নঃ হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা আলোচনা কর।
অথবা, হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা বর্ণনা কর। 

ভূমিকাঃ বর্তমান বিশ্বে হিসাববিজ্ঞানের শাখা প্রশাখা এত বেশি বিস্তার লাভ করেছে যে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার দেখা যায়। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসাব-নিকাশের প্রয়ােজনীয়তা অপরিসীম।

হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়ােজনীয়তাঃ নিম্নে ধারাবাহিকভাবে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে হিসাববিজ্ঞানের প্রয়ােজনীয়তা সংক্ষেপে আলােচনা করা হলাে-

ব্যক্তিগত পর্যায়ে (Individual level): ‘আয় বুঝে ব্যয় করাে’ এ প্রবাদটি ব্যক্তিগত জীবনে ব্যাপকভাবে প্রচলিত। কোনাে ব্যক্তি যদি হিসাব করে ব্যয় নির্বাহ না করে তাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে। যেমন কোনাে ব্যক্তির মাসিক আয় ১০,০০০ টাকা। এ আয়ের মধ্যে তার ব্যয়কে সীমাবদ্ধ রাখতে হবে। হিসাব করে না চলার কারণে যদি মাস শেষ হবার ১০ দিন পূর্বেই তার টাকা খরচ হয়ে যায় তখন তাকে ঐ ১০ দিনের জন্য বাড়তি | দেনা করতে হবে। এ উদাহরণে ব্যক্তিগত জীবনে হিসাববিজ্ঞানের প্রয়ােজনীয়তা উপলব্ধি করা যায়।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে (Organizational level): প্রাতিষ্ঠানিক পর্যায়ে হিসাববিজ্ঞানের গুরুত্ব সর্বাধিক। কারণ ব্যবসায়ে নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক ফলাফল তথা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব নির্ণয় করা প্রয়ােজন হয়। এজন্য ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা অপরিসীম।

রাষ্ট্রীয় পর্যায়ে (National level): সাধারণত রাষ্ট্রের বাজেট প্রণয়ন ও তার বাস্তবায়ন, সরকারের যাবতীয় আর্থিক কার্যাবলির ক্ষেত্রে হিসাব ব্যবস্থার প্রচলন রয়েছে। রাষ্ট্রের আর্থিক বিষয় হিসাব-নিকাশ ছাড়া সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এজন্য রাষ্ট্রীয় পর্যায়ে হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা অপরিসীম।

আন্তর্জাতিক পর্যায়ে (International level): পৃথিবীর সকল দেশেই হিসাববিজ্ঞানের ব্যবস্থা আছে। তবে প্রত্যেক দেশেই তাদের হিসাব-নিকাশের ধরন কিছুটা আলাদা ও স্বতন্ত্র। বর্তমানে হিসাব-বিশারদগণ বিশ্বের হিসাব-নিকাশের ক্ষেত্রে সাদৃশ্য আনার জন্য হিসাববিজ্ঞানের নতুন নতুন কলা-কৌশল আবিষ্কার করছে, যাতে করে এক দেশের সাথে অন্য দেশের হিসাবের মধ্যে তুলনা করা যায়।

পরিশেষঃ অতএব বলা যায়, সঠিকভাবে সংরক্ষিত হিসাব থেকে প্রাপ্ত তথ্য দ্বারা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সবাই কম বেশি উপকৃত হয়। তাই বলা যায়, হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।