যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে অষ্টক পূর্ণ থাকে এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 

হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 

He(2) —-> 1s²

এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় 1s-অরবিটালে মাত্র দুটি ইলেকট্রন বিদ্যমান থাকে। যা অষ্টক পূর্ণ নয়।

তা সত্বেও হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। কারণ হিলিয়ামের প্রথম শক্তিস্তরে 1s-অরবিটাল ইলেক্ট্রন দ্বারা পূর্ণ থাকে এবং প্রথম শক্তিস্তরে অন্য কোন অরবিটাল সম্ভব নয়। 

একারনে হিলিয়ামের 1s² ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। 

এজন্য এটি কোন ইলেকট্রন আদান প্রদান করেনা বা রাসায়নিকভাবে কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা। 

এই কারনে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। এর অবস্থান প্রথম পর্যায়ে এবং 18 নম্বর গ্রুপে।